আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের রাজধানী দিল্লির সাকারপুর এলাকায় নতুন আইফোন কেনার পর বন্ধুদের ট্রিট না দেওয়ায় ১৬ বছরের এক কিশোরকে হত্যা করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভারতের রাজধানীতে এই ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, নিহত ওই কিশোরের নাম শচীন। হামলাকারী সবাই কিশোর এবং তার বন্ধু ছিল বলে জানায় পুলিশ।
পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার সন্ধ্যায় একটি মোবাইলের শোরুম থেকে আইফোন কিনে ফিরছিল শচীন। ওই সময় তার সঙ্গে ছিল আরেক বন্ধু। পথিমধ্যে আরও তিন বন্ধুর সঙ্গে তাদের দেখা হয়। ওই সময় তারা শচীনের কাছে ট্রিট চায়। কিন্তু শচীন ট্রিট দিতে রাজি হয়নি।
ট্রিট দিতে রাজি না হওয়ায় তাদের সঙ্গে ঝগড়া শুরু হয় শচীনের। ওই সময় এক বন্ধু ছোরা দিয়ে আঘাত করে তাকে। তাতে আহত হয়ে হাসপাতারে নেওয়ার পথে শচীন মারা যায়।
পুলিশ বলছে, “এরই মধ্যে এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। তবে অভিযুক্ত তিনজনকে এখনো গ্রেপ্তার করা যায়নি। সিসিটিভি দেখে তদন্ত চলছে।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল, মোবাঃ +8801712-256830, ই-মেইল : mahmudulfiroz6830@gmail.com, অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম