অনলাইন ডেস্কঃ
গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর সদর থানাধীন উত্তর ছায়াবীথি এলাকায় এই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের সদর জোনের সহকারী কমিশনার মো. মাকসুদুর রহমান।
নিহত ফাহিম চৌধুরী (২৪) গাজীপুর শহরের মুন্সিপাড়া এলাকার মৃত ওসমান শেখের ছেলে। ফাহিম সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিউটের ছাত্র ছিলেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুর শহরের সাহাপাড়া এলাকার সৌরভ গ্রুপের সঙ্গে বরুদা এলাকার হিমেল/সাগর গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় প্রতিপক্ষের ২-৩ জন দেশীয় অস্ত্র দিয়ে সৌরভ গ্রুপের ফাহিমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
স্থানীয়রা জানান, সংঘর্ষে আরও চার-পাঁচ জন আহত হয়েছে। উভয় পক্ষই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাক আহমেদ জানান, আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা ফাহিমকে চিকিৎসার জন্য সার্জারি বিভাগ ভর্তি করা হয়। পরে রাত ১০টার দিকে ফাহিম মারা যান।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল,
মোবাঃ +8801712-256830,
বার্তা সম্পাদক: ডি এম আব্দুল্লাহ আল মামুন,
মোবাইল: +8801727-965832
ই-মেইল :mahmudulfiroz6830@gmail.com,
অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম