শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন ও বেগম রোকেয়া দিবস যথাযথ পালিত হয়েছে।সোমবার (০৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে মানববন্ধন,বর্ণাঢ্য র্যালি, পথ সভা ও আলোচনা সভাসহ নানান কর্মসূচীতে দিবসটি উদযাপিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এবং সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। উপজেলা পরিষদ (নতুন ভবন) চত্ত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ও ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি), শ্যামনগর এর যৌথ আয়োজনে ইউএসএআইডি, ব্যাক ও ওয়ার্ল্ড ভিষনের সহযোগিতায় ২৫ নভেম্বর-১০ ডিসেম্বর ২০২৪ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকালব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আয়োজনের অংশ হিসেবে দিবসটি পালিত হয়।বেগম রোকেয়া দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে একই স্থানে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, শ্যামনগর এর যৌথ আয়োজনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক ২০২৪ সালের জন্য নির্বাচিত জয়িতাগণকে অনুষ্ঠানটিতে সম্মাননা প্রদান ও ক্রেষ্ট প্রদান করা হয়। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে এক অভিজাত পরিবারে। এই দিনেই ১৯৩২ সালে তার জীবনাবসান হয়। নারী জাগরনের অগ্রদুত হিসেবে তার জীবনের উপর বিশেষ আলোচনা স্থান পায়।অনুষ্ঠানে শ্যামনগর থানা ওসি তদন্ত ফকির তাইজুর রহমান, প্রেসক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল, মোবাঃ +8801712-256830, ই-মেইল : mahmudulfiroz6830@gmail.com, অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম