তাহেরুল ইসলাম তামিম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সংবাদিক বিদ্বেষী মনোভাব, অব্যবস্থাপনা ও অনধিকার চর্চার করণে অনুষ্ঠান বর্জন করেছে উপজেলার সকল গণমাধ্যম কর্মীরা।
সোমবার বিকেলে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত নবাগত ডিসি ইশরাত ফারজানার সাথে মতবিনিময় সভা বয়কট করেছে সাংবাদিকরা। সভার ব্যানারে গণমাধ্যমের নাম না থাকায় ও সাংবাদিকদের সাথে অনাধিকার চর্চা এবং চেয়ার ছেড়ে পেছনে বসতে বলায় ইউএনও বিরুদ্ধে অভিযোগ তুলে সভা বর্জনের ঘোষণা দেন তারা। পরে গণমাধ্যম কর্মীরা সভা ত্যাদ করে উপজেলা গেটে অবস্থান কর্মসূচি পালন করেন।
সংবাদিকরা অবস্থান কর্মসূচিতে বলেন, অনুষ্ঠানে বিভিন্ন অফিসের কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানানো হয়। আমরা যথা সময়ে উপস্থিত হলেও দেড়ঘন্টা পরে সভা শুরু হয়। অনুষ্ঠানের ব্যানারে লক্ষ্য করে দেখা যায়, উপজেলায় কর্মরত কর্মকর্তা ও সুধী জনের সাথে মতবিনিময় সভার কথা লেখা আছে। কিন্তু ব্যানারে কোথাও গণমাধ্যমের কথা উল্লেখ না থাকার এই বৈষম্যের কারণ জানতে চাইলে অফিস সহকারী আতিক নিরব ভূমিকা পালন করে।
তিনি আরো বলেন, সাংবাদিকদের দেড়ঘন্টা অপেক্ষমান রেখে অনধিকার চর্চা সহ চেয়ার ছেড়ে পেছনে বসতে বলা হলে, উপজেলার সকল গণমাধ্যম কর্মীরা সভা বর্জন করেছেন। পরে উপজেলা গেটের সামনে সংবাদকর্মীরা একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পলন করেন ও ক্ষোভ প্রকাশ করেন এবং সেই সাথে উপজেলা চলমান সকল অনুষ্ঠান কর্মসূচি প্রচার না করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল, মোবাঃ +8801712-256830, ই-মেইল : mahmudulfiroz6830@gmail.com, অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম