খেলা ডেস্কঃ
কানপুরে দ্বিতীয় টেস্টে মধ্যাহ্ন বিরতির সময় ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বাংলাদেশি সমর্থক রবি। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কানপুরে ম্যাচ চলাকালীন ভারতীয় দর্শকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের স্বীকার হন তিনি।
পরে নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত রবির শারিরিক অবস্থা ভাল আছে।
পুলিশ জানিয়েছে, মারধরের অভিযোগ সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল,
মোবাঃ +8801712-256830,
বার্তা সম্পাদক: ডি এম আব্দুল্লাহ আল মামুন,
মোবাইল: +8801727-965832
ই-মেইল :mahmudulfiroz6830@gmail.com,
অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম