অনলাইন ডেস্কঃ
বিংশ শতাব্দীতে দাতব্য ম্যাচের জন্য এশিয়ান একাদশ বনাম আফ্রিকান একাদশ মুখোমুখি হত। এরপর ২০০৫ সাল থেকে দাতব্য কাজে আফ্রো-এশিয়া কাপ আয়োজন করা হতো। সবশেষ ২০০৭ সালে হয়েছিল আফ্রো-এশিয়া কাপ। যেখানে একই দলের হয়ে খেলতে দেখা গেছে বীরেন্দ্র শেহবাগ, ইরফান পাঠান, ইনজামাম-উল-হক, জহির খান, শোয়েব আখতার, অনিল কুম্বলে, শহিদ আফ্রিদিদের। অন্যদিকে আফ্রিকার হয়ে শন পলক, জ্যাক ক্যালিস, তাতেন্দা তাইবুরা খেলেছিলেন।
এশিয়া একাদশ সাজানো হয় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে। অন্যদিকে আফ্রিকা একাদশ সাজানো হয় দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং কেনিয়ার ক্রিকেটারদের নিয়ে। এবার যেহেতু আফগানিস্তানের ক্রিকেটারদের আধিক্য রয়েছে সে হিসেবে দলে বেশ কয়েকজন সুযোগ পেতে পারেন আফগানিস্তান থেকেও।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল, মোবাঃ +8801712-256830, ই-মেইল : mahmudulfiroz6830@gmail.com, অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম