আমার প্রিয় হিন্দু ভাই- বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথাঃ
৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক হিন্দু ভাইদের উপর হামলার ঘটনার বেশ কিছু খবর পাওয়া গেছে। যার অনেকগুলোর সত্যতা পাওয়া গেছে আবার অনেকগুলোর সত্যতা পাওয়া যায়নি। কিন্তু মূলত ৫ তারিখের পর যত হামলার ঘটনা ঘটেছে তার বেশির ভাগই রাজনৈতিক ইস্যু ( বিছিন্ন দুই একটা ঘটনা বাদে)।
আমার অন্তত পক্ষে ১০ জন হিন্দু বন্ধু আছে, এবং অসংখ্য ছোট বড় ভাই, কাকারা আমার খুবই পরিচিত। কয়েকজন প্রতিবেশী আছে, তার মধ্যে একজনের বিরুদ্ধে জনগনের টাকা লুটপাটের অভিযোগ আছে, সে একজন রাজনীতিবিদ। রাজনীতির কারনে বিতর্কিত কয়েকজনকেও চিনি। তারা সকলে ৫ তারিখের পর পলাতক। এই পলাতকদের দুই একজনের বাড়িতে হামলার ঘটনা শুনেছি ( যদিও সেটা কাম্য নয়) আবার হামলাকারীদের হিন্দু-মুসলিম মিলে প্রতিহত করতেও শুনেছি, তাদেরকে আশ্রয় দিতেও দেখেছি।
আরোও কয়েকজন নিরীহ হিন্দু পরিবার বসবাস করে তারা কেউ পালায়নি, সব জায়গায় বেশ ঘুরে বেড়াচ্ছে। তাদের গায়ে ১ টা ফুলের টোকাও কেউ দেয়নি।
আমার জানা মতে আমাদের দেশে চাকরির ক্ষেত্রে কোন হিন্দু কোটা নেই। অথচ হিন্দু ভাইয়া প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় চাকরি করে যাচ্ছেন। এমনকি বিগত দিনে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ও ছিল একজন হিন্দু। তারা কিসের ভিত্তিতে চাকরি করছেন? হিন্দু নাকি বাংলাদেশের যোগ্য নাগরিক হিসাবে? যখন তারা জনগনের টাকা লুটপাট করছে, বা কোন অপরাধ করেছে তখন কি হিসাবে করছে হিন্দু হিসাবে নাকি অপরাধী হিসাবে? অথচ আপরাধের কারনে যখন তারা মার খাচ্ছে জনগনের রোষানলে পড়ছে তখন হয়ে যাচ্ছে হিন্দু। এই দৈত নীতি কেন? এমন কি কোথাও হয়েছে রাজনৈতিক অপরাধী কিন্তু মুসলমান তাই ছেড়ে দেয়া হয়েছে?
ইদানিং Payel roy নামের একটা ফেসবুকের পোস্ট অনেক হিন্দু ভাইদের শেয়ার করতে দেখা যাচ্ছে। সেখানে লেখা আছে.............................
"চিম্ময় প্রভুর কিছু হলে বাংলাদেশের মানচিত্র বদলে দিবো সকল সনাতনী মিলে"
কি ভয়ঙ্কর দেশ বিরোধী একটা কথা। আমি বিশ্বাস করতে চাই কোন দেশ প্রেমিক হিন্দু ভাই এই লেখাটাকে সমর্থন করেন না। এবং যারা পোস্ট করছেন তারা না বুঝেই করছেন। আমি জানিনা চিম্ময় প্রভু নামের ব্যক্তির সাথে কি হয়েছে। যদি কোন অন্যায় হয়ে থাকে আমি তার বিচার চাই।
তবে যারা বাংলাদেশের নাগরিক হয়ে এই লেখাটাকে বিশ্বাস করে প্রচার করছেন তাদেরকে বলছি.......
যে দেশে থাকেন সে দেশকে ভালবাসুন, সে দেশের মানুষকে ভালবাসুন।
কিন্তু বিনা অপরাধে কোথাও কোথাও যাদের উপরে অত্যাচার হচ্ছে সেখানে আপনারাও তাদেরকে প্রতিহত করুন কারন আপনারাও এদেশের নাগরিক। কারোর প্রোরোচনায় প্রোরোচিত হয়ে নিজের এবং দেশের ক্ষতি করবেন না।
শেখ মাহমুদুল ফিরোজ (বাবুল)
৩/১১/২০২৪
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল, মোবাঃ +8801712-256830, ই-মেইল : mahmudulfiroz6830@gmail.com, অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম