প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৪, ৬:০৪ এ.এম
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির সমাবেশ
নিজস্ব প্রতিবেদকঃ
৫ আগষ্টের ছাত্র-জনতার রুপকার ছিলেন তারেক রহমান। এই কৃতিত তাকেই দিতে হবে। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল গুলো এই গণঅভ্যুত্থানে অংশ গ্রহন করেন। এমন দাবি করেছেন শ্যামনগর উপজেলা বিএনপি'র সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ।
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপি'র উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের অবিসংবাদিত এক নেতা এবং বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপি'র কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপি'র সহ সভাপতি অধ্যাপক আবু সাইদ।
এসময় আরোও বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আশেক এলাহী মুন্না, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আজিবর রহমান, শ্যামনগর উপজেলা যুবদলে যুগ্ন আহবায়ক নাজমুল হক, ছাত্র দলের আহবায়ক আব্দুলাহ আল কাইয়ুম সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল, মোবাঃ +8801712-256830, ই-মেইল : mahmudulfiroz6830@gmail.com, অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম