মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্যামনগরে ভাই হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন নূরনগর ইউনিয়ন আমীরের শপথ মজলিশে শূরা নির্বাচন ও কর্ম পরিষদ গঠন জামায়াতে ইসলামীর রমজাননগর ইউনিয়ন আমিরের শপথ ও টিম গঠন শ্যামনগরে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ৫ আগষ্টে শ্যামনগর থানা থেকে লুট হওয়া পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে ক্যারিয়ার ক্যাম্প জব কোচিং-এ চাকরি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শনিবার মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন   সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সভা মাছের উৎপাদন বৃদ্বিতে সুন্দরবনে প্রকল্প হাতে নিয়েছে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর

কপোতাক্ষ নদীতে ডুবুরী নিখোঁজ, উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস

রিপোটার এর নামঃ ৪৪ ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪৪ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধিঃ

শ্যামনগরের গাবুরার মেগা প্রকল্পের কাজে ব্যবহারিত বালু পরিবহণের বলগেটের (পল্টন) নোঙ্গর নদীতে পড়ে গেলে, নোঙ্গর খুঁজতে গিয়ে কপোতাক্ষ নদীতে এক ডুবুরী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ডুবুরি হলেন, খুলনার ৫ নং ঘাট এলাকার দুলাল সরদারের ছেলে মিজানুর রহমান সরদার (২২)। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গাবুরার পার্শেমারি টেকেরহাটে কপোতক্ষ নদীতে এ গটনা ঘটে।

গতকাল সোমবার নিখোঁজ মিজানুরের খোঁজ না পাওয়ায় মঙ্গলবার সকালে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুজ্জামানের নেতৃত্বে একটি ডুবুরি দল মিজানের উদ্ধার অভিযানে আসে কিন্তু বহু খোঁজাখুঁজি পরেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী প্রিন্স রেজা জানান, খবর পাওয়ার সাথে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং ঘটনার পর থেকে তিনি ঘটনাস্থলে থেকে সার্বিক খোঁজখবর নিচ্ছেন।

উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান বলেন, আমরা সোমবার রাতে খবর পাই গাবুরা কপোতক্ষ নদের টেকেরহাট নামক স্থানে সোমবার দুপুরে মিজান সরদার নোঙ্গর খুঁজতে গিয়ে তলিয়ে গিয়েছে। এ খবরে আমরা সাতক্ষীরা থেকে মঙ্গলবার সকালে এসে উদ্ধার অভিযান শুরু করি‌। সেখান থেকে এখনো পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।

এদিকে, মিজানের নিখোঁজ হওয়া খবর শুনে খুলনা থেকে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।
নিখোঁজ মিজানের পিতা দুলাল সরদার বলেন, সোমবার আমার ছেলে মিজানের নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা ছুটে এসেছি।


এই বিভাগের আরো খবর