স্টাফ রিপোর্টারঃ
ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কলারোয়া জনসভায় বলেন, ‘স্বৈরাচারের পতন হয়তো হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। সব ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়ে জাতীয়তাবাদী সব শক্তিকে সঙ্গে নিয়ে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।’
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরার কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের কারা মুক্তি উপলক্ষ্যে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে এ জনসভায় শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে যোগদান করেন উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ জহুরুল হক আপু, মোহাম্মদ আজিজুর রহমান আজীবর, ডিএম মফিজুর রহমান, হাফিজ আল আসাদ কল্লোল, মোহাম্মদ মোস্তাফিজ মিল্টন, নূরনবী খান গোলাম মাহমুদ রাজু, আব্দুর রশিদ, আবুজার, মেহেদী হাসান, মোহাম্মদ হাবিবুল্লাহ মোহাম্মদ রবিউল ইসলাম সহ আরো অনেকে।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল, মোবাঃ +8801712-256830, ই-মেইল : mahmudulfiroz6830@gmail.com, অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম