নিজস্ব প্রতিনিধিঃ
কালিগঞ্জে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উপজেলা কমিটি বর্ধিত করা হয়েছে।
শুক্রবার (১০ জানুযারী) সাতক্ষীরা জেলা জাসাসের ভারপ্রাপ্ত আহবায়ক শেখ জিল্লুর রহমান ও সদস্য সচিব ফারুক হোসেন স্বাক্ষরিত এক অফিসিয়াল প্যাডে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কার্যক্রম ত্বরান্তিত করার জন্য নতুনভাবে ৬ (ছয়) জনকে যুগ্ম আহবায়ক পদে অন্তরভুক্ত করা হয়েছে।
নতুন যুক্ত হওয়া যুগ্ন আহবায়করা হলেন শেখ আব্দুল লতিফ, শেখ মিজানুর রহমান, মুনসী মশিউর রহমান পলাশ, সাইফুল ইসলাম, শেখ জাকির হোসেন, শেখ হাসান আলী।
সাতক্ষীরা জেলা জাসাসের সদস্য সচিব বলেন, কেন্দ্রীয় নির্দেশনার প্রেক্ষিতে কালিগজ্ঞ উপজেলার জাসাসের কার্যক্রমকে আরোও গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কালিগঞ্জ উপজেলা জাসাসে নব্য যুক্ত হওয়া যুগ্ন আহবায়ক শেখ আব্দুল লতিফ বলেন, কালিগঞ্জ উপজেলা জাসাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আশাকরি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে উপজেলা জাসাসকে এগিয়ে নিতে পারবো।