বিশেষ প্রতিনিধিঃ অনিয়ম, দুর্নীতি ও স্বৈরাচারী আচরণের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জের দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে অনাস্থা ভোট দিলেন ১১ ইউপি সদস্য।
বুধবার (৯ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে দক্ষিণ শ্রীপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আহম্মদ আলী শাহ্’র সভাপতিত্বে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় অনুপস্থিত ছিলেন ১ ইউপি সদস্য। ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডলের উপস্থিতিতে সকল ইউপি সদস্য তার বিরুদ্ধে অনাস্থা ভোট দেয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
একটি সূত্র জানায়, অনাস্থা প্রস্তাবের ‘পক্ষে-বিপক্ষে’ ভোট গ্রহণের পূর্বে চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডলের উপস্থিতিতে সদস্যদের নিয়ে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিষয়টির সমাধান না হওয়ায় চেয়ারম্যানের উপস্থিতিতে ভোট গ্রহণ করা হয়। ১ জন ইউপি সদস্য অনুপস্থিত থাকায় পরিষদের ১২ সদস্যের মধ্যে ১১জন ভোটাধিকার প্রয়োগ করেন। তবে ফলাফল প্রকাশের আগেই সভাস্থল থেকে চলে যান চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল।
এর আগে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন ইউপি সদস্যরা। অভিযোগের বিষয়টি তদন্তের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনকে দায়িত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। তদন্ত পরবর্তী সময়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মধ্যকার বিরোধের সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত আস্থা ভোট অনুষ্ঠিত হয়। সেখানে সব ভোট বিপক্ষে যাওয়ায় শোচনীয় ভাবে পরাজিত হন চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। ভোট গ্রহণকালে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন ছাড়াও উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন ও আইসিটি অফিসার হেমেন্দ্রনাথ মন্ডল উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, ইউনিয়ন পরিষদের সদস্যদের আনা সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তবে এ বিষয়ে উর্ধতন কতৃপক্ষ যে সিদ্ধান্ত নিবেন সেটা মেনে নিবেন বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন, ভোটের ফলাফল শিটসহ বিষয়টি জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানানো হবে। তিনি এ বিষয়ে সিদ্ধান্ত দিবেন।