বিশেষ প্রতিনিধি: নতুন ভোটার তালিকা হালনাগাদ এর অংশ হিসেবে কাশিমাড়ীতে ছবি ও ফিঙ্গারপ্রিন্টসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ছবি উঠানোর কাজ শুরু হয়েছে। বুধবার (৫ মার্চ) ও বৃহস্পতিবার (৬ মার্চ) ছবি তোলার কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ছবি উঠানো কার্যক্রম। এ নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের প্রথম দিনে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে নতুন ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বর্তমানে ডিজিটাল যন্ত্রপাতির সাহায্যে দ্রুত ও সুষ্ঠুভাবে ছবি তুলবে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন ছবি তুলতে আশা ভোটাররা। কার্যক্রমের প্রথম দিনে নতুন ভোটারদের মধ্যে ছবি তোলার জন্য উৎসবের আমেজ লক্ষ করা গেছে। এসময় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের নতুন ভোটারদের ছবি উঠানোর কার্যক্রম পরিদর্শন করেন- শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন। এর আগে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন – কাশিমাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান আকতার ফারুক। এসময় আরো উপস্থিত ছিলেন- কাশিমাড়ী ইউপি সচিব মোঃ রায়হান কবির, কাশিমাড়ী ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন ঢালী, কাশিমাড়ী ৮নং ওয়ার্ড ইউপি সদস্য জামিরুল আলম বাবলু, মোঃ মোকাদ্দেস হোসেন, ইউডিসি রবিউল ইসলাম, ও বিল্লাল হোসেন, সাংবাদিক ডি এম আব্দুল্লাহ আল মামুন, আব্দুল আলিম প্রমুখসহ এ কার্যক্রমের ডাটা এন্ট্রি অপারেটর টিম লিডার মোঃ রানা বাবু, সহ ডাটা এন্ট্রি অপারেটরগন উপস্থিত ছিল।।