বিশেষ প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে কিছুদিন ধরে কিছু দুষ্কৃতকারী মহল এলাকার বিভিন্ন ঘের দখল, খাল দখল ও চাঁদাবাজি করে চলেছে। এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের রুখে দিয়ে কাশিমাড়ীতে শান্তি ফেরাতে ছাত্র ও যুব সমাজের উদ্যোগে মিছিল ও প্রেস ব্রিফিং করা হয়। শুক্রবার বিকাল ৪টায় ছাত্র ও যুব সমাজের মিছিলটি কাশিমাড়ীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ এর সামনে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিল ইউনিয়ন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আহমেদ উমায়ের , সমন্বয়ক আব্দুর রহমান, সমন্বয়ক সেলিম মাহমুদ, সমন্বয়ক আরিফুল ইসলাম, সমন্বয়ক ইয়াছিন আরাফাত, আল বান্না, সহ- সমন্বয়ক আবু জাফর প্রমূখসহ ইউনিয়ন বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। এসময় বক্তারা বলেন- আমরা যদি সবাই এক থাকতে পারি ইনশাআল্লাহ তাহলে কাশিমাড়ী ইউনিয়নে আর কোন চাঁদাবাজের আস্তানা গড়তে দেওয়া হবে না। আমরা যদি রুখে দিতে পারি তাহলে কোন রাজনৈতিক দলের ছায়া তলে কোনভাবে চাঁদাবাজ আমাদের সামনে আসতে পারবে না।
ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসরেরা ও নব্য দখলদার চাঁদাবাজীরা দেশকে অস্থিতিশীল করার জন্য নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে ছাত্র সমাজ তাদের বুকের রক্ত দিয়ে এই স্বৈরাচারকে বিদায় করেছে। সেই ছাত্র সমাজ দেশ থেকে মুছে যায়নি। আমরা আবারও হুশিয়ার করছি স্বৈরাচারের দোসররা যদি কাশিমাড়ী সহ সারা দেশে তাদের প্রভাব খাটাতে চায় তাহলে তাদের কে উত্তম ও দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত ছাত্র সমাজ। সমন্বয়ক ইয়াছিন আরাফাত আরো বলেন স্বৈরাচারের দোসররা যেখানে থাকুক তাদেরকে পুলিশে ধরিয়ে দিন।