দেশ বার্তাঃ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। তার মরদেহ নিয়ে গেছেন বিএসএফ সদস্যরা।
সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের পাহাড়পুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। তবে জানাজানি হয় রাত ১১টায়।
নিহতের নাম কামাল হোসেন (৩২)। তিনি পাশের জোলাই কুড়িয়াপাড়া গ্রামের বাসিন্দা। ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা সীমান্ত এলাকায় গুলির শব্দ শোনেন। পরে জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার ধনপুর তেতুইয়ামুড়া সীমান্তে এক বাংলাদেশি তরুণ বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।
১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বলেন, “ঘটনার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পতাকা বৈঠকের মাধ্যমে নিহত ব্যক্তির মরদেহ ফিরিয়ে আনা হবে। ওই তরুণ কেন ভারতের অভ্যন্তরে গিয়েছিলেন, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি মাদক বা চোরাকারবারে যুক্ত কি-না, সেটি এখনো জানা যায়নি। এ বিষয়ের বিস্তারিত পরে বলা যাবে।”
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল, মোবাঃ +8801712-256830, ই-মেইল : mahmudulfiroz6830@gmail.com, অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম