গাজী নুরুল আমিন (কৈখালী শ্যামনগর প্রতিনিধি):
বাংলাদেশ জামায়াতে ইসলামি শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নতুন আমীর ও টিম গঠন করা হয়েছে। শুক্রবার ২৭শে ডিসেম্বর বেলা ৩ টায় কৈখালী শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই টিম ঘোষণা করা হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা মঈন উদ্দিন মাহমুদ এবং উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা , শ্যামনগর উপজেলার জয়েন সেক্রেটারি কৈখালী ইউনিয়নের সাবেক আমীর আলহাজ্ব মাওলানা আমিনুর রহমান, উপজেলা কর্ম পরিষদের সূরা সদস্য ডাঃ শেখ ইমাম হোসেন কৈখালী ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইদ্রিস আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুল মজিদ।
অনুষ্ঠানে কৈখালী ইউনিয়নের ২০২৫-২০২৬ কার্যকালের কমিটির শপথ পাঠ ও টিম গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নবগঠিত কমিটির আমীর মনোনীত হয়েছেন মৌলভী রাশিদুল ইসলাম নায়েবে আমীর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মৌলভী মোক্তার হোসেন ও মাওঃ আব্দুর কাদের, সেক্রেটারি মনোনীত হয়েছেন মু, মাকসুদুল রহমান আলম, সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়েছেন শেখ মোত্তালিব হোসেন, মাওলানা আব্দুল কাদের । কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন
মাস্টার আব্দুল মাজিদ ক্বারী আব্দুল জলিল,
মাওলানা ইদ্রিস আলী আবু মুসা রফিকুল ইসলাম মুরশিদ ও কালামুল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা ইসলামের আহ্বান প্রচার ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।