কালিগজ্ঞ প্রতিনিধিঃ
কালিগঞ্জের বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশেক মেহেদী আর নেই।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আশেক মেহেদী উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের সামসুদ্দীন গাজীর ছেলে ও কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীর বড় ভাই।
মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আশেক মেহেদীর মৃত্যুতে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়েছে।