নিজস্ব প্রতিনিধিঃ
দক্ষিণের উপকূলীয় উপজেলা শ্যামনগরের সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘দানা’ দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলা প্রশাসকের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা: সজ্ঞীব দাশ’র সভাপতিত্বে ঘুর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিনিধিবৃন্দ, কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, সমাজ সেবা অফিসার মো: আরিফুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান, শিক্ষা কর্মকর্তা মিনা হাবিবুর রহমান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা: সজ্ঞীব দাশ বলেন,
ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবিলায় উপজেলার মোট ১৬২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। সেখানে ১ লক্ষ ২০ হাজার ৭৪০ জন আশ্রয় নিতে পারবে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার মজুদ রাখা রয়েছে। মানুষজনকে নিরাপদে সরিয়ে আনতে উপকূলীয় নদীতে নৌকা, ট্রলার প্রস্তুত রাখতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া মাইকিং করা হচ্ছে। আশ্রয়কেন্দ্র ছাড়াও পাকা স্থাপনা যেমন-স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।
তিনি আরোও বলেন ঘূর্ণীঝড় ‘দানা’ বাংলাদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা কম তবুও দুর্যোগ কেটে না যাওয়া পর্যন্ত সকলকে সতর্ক থাকার আহব্বান জানান তিনি।
এসময় শ্যামনগর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সজ্ঞীব মন্ডল, ফায়ার সার্ভিস স্টেশন প্রতিনিধি মো: শফিকুল ইসলাম, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।