বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম চৌমুহনী ফাযিল মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী উপলক্ষে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০ টা থেকে অত্র মাদরাসার হলরুমে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। এসময় পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দারুল উলুম চৌমুহনী ফাযিল মাদ্রাসার সভাপতি প্রভাষক মোশারফ হোসেন চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন- পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির মুখ্য সমন্বয়ক আব্দুর রব, নির্বাহী সদস্য মুহাম্মাদ মাহবুব আলম, নির্বাহী সদস্য মাওলানা ইউনুস আলী। প্রচার ও রেজিস্ট্রেশন বিভাগ থেকে সমন্বয়ক মুহাম্মাদ আবু ঈসা, সহ-সমন্বয়ক মাওলানা মহসিন হোসেন। অর্থ বিভাগ থেকে সমন্বয়ক মনিরুজ্জামান, সহ-সমন্বয়ক রিয়াজুল ইসলাম। খাদ্য প্রস্তুত বিভাগ থেকে সমন্বয়ক আব্দুস সবুর, সহ-সমন্বয়ক কামরুজ্জামান। খাদ্য বিতরন বিভাগ থেকে সমন্বয়ক জামাল হোসেন, সহ-সমন্বয়ক রাশিদুল ইসলাম। ডেকোরেশন বিভাগ থেকে সমন্বয়ক জাকারিয়া হুসাইন, সহ-সমন্বয়ক আব্দুল কাদের। শৃংখলা বিভাগ থেকে সমন্বয়ক মুজাহিদুল ইসলাম। পুরুষ্কার তৈরি বিভাগ থেকে সমন্বয়ক শফিউল্লাহ আল আজাদ, সহ-সমন্বয়ক বেলাল হোসেন। পুরুষ্কার বিতরন বিভাগ থেকে সমন্বয়ক শফিকুল ইসলাম, সহ-সমন্বয়ক আমিরুল ইসলাম। মেহমান বিভাগ থেকে সমন্বয়ক জাহাঙ্গীর আলম, সহ-সমন্বয়ক রবিউল ইসলাম। সাংস্কৃতিক বিভাগ থেকে সমন্বয়ক হাসান সামছুজ্জামান, সহ-সমন্বয়ক শরিফুল ইসলাম। মিডিয়া বিভাগ থেকে সাংবাদিক আব্দুল্যাহ আল মামুন ও সোয়েব আক্তার সাদিদ প্রমূখসহ পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন- পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির নির্বাহী সদস্য মুহাম্মাদ মাহবুব আলম।।