মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্যামনগরে ভাই হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন নূরনগর ইউনিয়ন আমীরের শপথ মজলিশে শূরা নির্বাচন ও কর্ম পরিষদ গঠন জামায়াতে ইসলামীর রমজাননগর ইউনিয়ন আমিরের শপথ ও টিম গঠন শ্যামনগরে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ৫ আগষ্টে শ্যামনগর থানা থেকে লুট হওয়া পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে ক্যারিয়ার ক্যাম্প জব কোচিং-এ চাকরি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শনিবার মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন   সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সভা মাছের উৎপাদন বৃদ্বিতে সুন্দরবনে প্রকল্প হাতে নিয়েছে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর

জামায়াতের আমীরের এ কেমন ইঙ্গিত??

রিপোটার এর নামঃ ৫৩ ভিউ
আপডেটঃ শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ২:৪৫ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:

রাজনীতিতে গদি দখলের লড়াই না করে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার বিকেলের রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ঢাকা মহানগর উত্তর সম্মিলিত পেশাজীবী পরিষদের সুধী সমাবেশে এই আহ্বান জানান তিনি। ডা. শফিকুর রহমান বলেন, একচোখা জাতি গঠন চায় না জামায়াত।

ছাত্র আন্দোলনকে ব্যাহত করতে অসৎ উদ্দেশ্য নিয়ে ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল বলে দাবি করে শফিকুর রহমান। বলেন, জামায়াত আওয়ামী লীগ সরকারের ফাঁদে পা না দিয়ে ধৈর্য ধরেছে। আল্লাহই জুলুমের বিচার করেছেন। ছাত্রসমাজের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে এই জাতি।

পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে ছাত্র আন্দোলন পর্যন্ত ১৫ বছরে তৎকালীন সরকার বহু গুম খুন করেছে বলেও উল্লেখ করেন জামায়াতের আমীর। বলেন, ‘মিথ্যা বিচার করে জামায়াতের ১১ শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। সাংবাদিকেরা জাতির বিবেক হওয়া সত্ত্বেও ১৫ বছর কাজ করতে পারেনি। তাদের হত্যা, গ্রেপ্তারের নামে নিপীড়ন করে মুখে তালা লাগিয়ে রাখা হয়েছিলো। ৫ আগস্টের পর সেই তালা খুলেছে।’
এখন মুক্ত পরিবেশে সংবাদ প্রকাশে গণমাধ্যমকে পরিচ্ছন্ন হওয়ার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ পেতে মিথ্যা শিরোনাম না দেওয়ার আহ্বান জানান।

ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমীর সেলীম উদ্দিন বলেন, ‘রাস্তাঘাটে দাবি আদায়ের নামে যারা বিশৃঙ্খলা তৈরি করবে, তারা স্বৈরাচার সরকারের দালাল হিসেবে চিহ্নিত হবে। তাদের কঠোরভাবে দমন করা হবে।’


এই বিভাগের আরো খবর