মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্যামনগরে ভাই হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন নূরনগর ইউনিয়ন আমীরের শপথ মজলিশে শূরা নির্বাচন ও কর্ম পরিষদ গঠন জামায়াতে ইসলামীর রমজাননগর ইউনিয়ন আমিরের শপথ ও টিম গঠন শ্যামনগরে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ৫ আগষ্টে শ্যামনগর থানা থেকে লুট হওয়া পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে ক্যারিয়ার ক্যাম্প জব কোচিং-এ চাকরি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শনিবার মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন   সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সভা মাছের উৎপাদন বৃদ্বিতে সুন্দরবনে প্রকল্প হাতে নিয়েছে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর

ডা. ইউনুসকে সম্পর্ক উন্নয়নের প্রস্তাব শেহবাজ শরিফের

রিপোটার এর নামঃ ৫০ ভিউ
আপডেটঃ শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ায় নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ।
শুক্রবার ফোন করে শেহবাজ এই শুভেচ্ছা জানান বলে প্রধান উপদেষ্টার দপ্তরের তরফে জানানো হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যকার সম্পর্ক জনগণের কল্যাণে সহযোগিতায় রূপান্তরিত হবে।

প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর অভিনন্দন বার্তা পাঠানোয় এবং শুক্রবারের ফোনের জন্য শেহবাজকে ধন্যবাদ জানান ইউনূস।
পাশাপাশি বাংলাদেশের বন্যা দুর্গতদের প্রতি পাকিস্তানের জনগণের সহানুভূতি ও সংহতি জানিয়ে বার্তা পাঠানোর জন্যও শেহবাজকে ধন্যবাদ জানান তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ এ সময় বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের অপার সম্ভাবনা রয়েছে।
ঢাকা ও ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা এবং যৌথ অর্থনৈতিক কমিশনের মত প্রক্রিয়া আবারও চালুর ওপর গুরুত্ব আরোপ করেন শেহবাজ শরিফ। তিনি সার্ককে পুনরুজ্জীবিত করার ওপরও জোর দেন।
জবাবে প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদারে শীর্ষ আঞ্চলিক ফোরাম হিসেবে সার্ককে পুনরুজ্জীবিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
মুহাম্মদ ইউনূস নিয়মিত সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদারেরও আহ্বান জানান অধ্যাপক ইউনূস।


এই বিভাগের আরো খবর