২০২৫ সালের ০২ ফেব্রুয়ারী সাতক্ষীরা জেলা বিএনপির ০৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে এইচ এম রহমতউল্লাহ পলাশকে আহ্বায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব এবং যথাক্রমে আবুল হাসান হাদী , তাসকিন আহমেদ চিশতী, ড. মোঃ মনিরুজ্জামান, মো. আক্তারুল ইসলাম কে যুগ্ন আহ্বায়ক করে এই আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়|
তারুণ্য নির্ভর এই কমিটি জেলা বাসীকে উপহার দেয়ায়, কৃতজ্ঞতা জানিয়ে সাতক্ষীরা জেলার গণতন্ত্রকামী জনগণ এবং জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে বুধবার (৫মার্চ) ২০২৫, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব,তারেক রহমান এর হাতে ফুলের তোড়া হস্তান্তর করেন জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা সদর সংসদীয় আসনের টিম প্রধান ড. মোঃ মনিরুজ্জামান।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল,
মোবাঃ +8801712-256830,
বার্তা সম্পাদক: ডি এম আব্দুল্লাহ আল মামুন,
মোবাইল: +8801727-965832
ই-মেইল :mahmudulfiroz6830@gmail.com,
অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম