নিজস্ব প্রতিনিধিঃ
শ্যামনগরে নকিপুর সরকারি হরিচরন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি,এম মোজাফ্ফার হোসেনের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন। সহকারী মোঃ কওসার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্যা, উপজেলা মাধ্যমিক অফিসার নূর মোহাম্মদ (তেজারত), সাবেক সহকারী প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দু মুখার্জি, সাবেক ক্রীড়া শিক্ষক মো: নজরুল ইসলাম প্রমুখ।
বার্ষিক পরিক্ষার ফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি,এম, মোজাফ্ফার হোসেন। ৭ম শ্রেনীর তাসনিম নিশাত দিপ্তি সর্বোচ্চ ৯৬৫ নং পেয়ে স্কুল ফাস্ট হন।