আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতাঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর বাজার জামে মসজিদের নূরনগর ইউনিয়ন জামায়াতের ৪ নম্বর ওয়ার্ডে সাধারণ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬ টায় জামায়াতে ইসলামীর আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাইতুলমাল সম্পাদক আবুল হাজী বলেন, জামায়াতের ইসলামীর কর্মীদের ত্যাগ ও কুরবানীর বিনিময়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে। কর্মীরা তাদের দক্ষ ও বিচক্ষণতার মাধ্যমে ইসলামের দাওয়াত প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারে এ বিষয়ে সকল কর্মীদের উদ্বুদ্ধ করেন।
সহ-সভাপতি হাবিবুর রহমান হবির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪ নম্বর ওয়ার্ডের আমির গোলাম রব্বানী , ও সেক্রেটারি রমজান হোসেন।
এসময় ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সকল পর্যায়ের কর্মী ও সমর্থক উপস্থিতি ছিলেন।