শ্যামনগর প্রতিনিধিঃ
“শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্যামনগর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় নকিপুর হরিচরন পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা মজলিশে শুরা সদস্য ও সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
শপথ গ্রহন ও কার্যকারী পরিষদ গঠন এবং নির্বাহী পরিষদ গঠন করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক গাজী সুজায়েত আলী।
সম্মেলনে প্রধান আলোচক ছিলেন, শ্রমিক কল্যান ফেডারেশন সাতক্ষীরা জেলার সাধারন সম্পাদক আব্দুল গফফার এবং শ্যামনগর উপজেলা শাখার আমীর ও সহকারী নির্বাচন কমিশনার মাওলানা আব্দুর রহমান।
শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মাস্টার আব্দুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, শ্রমিক কল্যান ফেডারেশন সাতক্ষীরা জেলার সহ- সভাপতি অধ্যাপক আব্দুল জলিল।
শ্যামনগর উপজেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশন ২০২৫-২০২৬ সেশনে মাস্টার আব্দুর রশিদ সভাপতি এবং মাওলানা মিজানুর রহমান সাধারন সম্পাদক নির্বাচিত হন।
এর আগে হাফেজ কবীরুল ইসলামের অর্থসহ কোরআন তেয়াওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। অনুষ্ঠানের মাঝে শিল্পী আসাদুজ্জাম আসাদ ইসলামী সংঙ্গীত পরিবেশন করে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেন।