শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ (শুক্রুবার, ২৮ ফেব্রুয়ারি) বিকালে প্রেসক্লাবের সামনে থেকে র্যালি বের হয়ে শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উপজেলা মৎসজীবী দলের সভাপতি হাবিব হোসেন সেলিমের নেতৃত্বে এ র্যালি অনুষ্ঠিত হয়। এসময় আরোও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মো: রিপন খান সহ বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবী দলের সভাপতি সেক্রেটার ও অন্যান্য নেতৃবৃন্দ।
র্যালি শেষে নেতার বলেন, এই বাংলাদেশ শেখ হাসিনার মত আর কোন স্বৈরাচারের দেশ হবে না। এই দেশ আর কখনও হত্যা, গুম, খুন, ভোট ডাকাতির দেশ হবে না। এই দেশ আগামী দিনে দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের বাংলাদেশ হবে।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল,
মোবাঃ +8801712-256830,
বার্তা সম্পাদক: ডি এম আব্দুল্লাহ আল মামুন,
মোবাইল: +8801727-965832
ই-মেইল :mahmudulfiroz6830@gmail.com,
অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম