আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়ানের ৩ নাম্বার ওয়ার্ডের রাজাপুর গ্রামের দীর্ঘদিনের কাঁচা রাস্তা নিয়ে গ্রামবাসীর দূর্ভোগের শেষ নেই। বর্ষাকাল এলেই যুদ্ধ করতে হয় কাঁদা মাটির সঙ্গে।
এমনকি এলাকাবাসী তাদের মৌলিক অধিকার গুলোও নিশ্চিত করতে পারে না। যেমন—কেউ অসুস্থ হলে কিংবা দুর্ঘটনা ঘটলে, বিশেষ করে পাকা রাস্তা না থাকায় কোনো ধরনের গাড়ি কিংবা অ্যাম্বুল্যান্স চলাচল করে না। আবার বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারে না পাকা রাস্তার অভাবে। যুগের পর যুগ এভাবেই চলছে মানুষের জীবন।
এত কিছু সত্ত্বেও এলাকাবাসী সড়কটির জন্য বারবার আবেদন জানানোর পরও কোনো পরিবর্তন লক্ষ করা যায়নি। তাই অতিসত্বর সড়কটি পাকা করে এই ইউনিয়নের মানুষের জীবন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকার সাধারন জনগন।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল,
মোবাঃ +8801712-256830,
বার্তা সম্পাদক: ডি এম আব্দুল্লাহ আল মামুন,
মোবাইল: +8801727-965832
ই-মেইল :mahmudulfiroz6830@gmail.com,
অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম