খেলা ডেস্কঃ
এমিলিয়ানো মার্টিনেজ টাইব্রেকারে সাক্ষাৎ যমদূত হিসেবে আবির্ভুত হন প্রতিপক্ষের ফুটবলারদের জন্য। তবে গোলকিপারের পাশাপাশি বির্তক সৃষ্টিতে বরাবরই সমালোচনায় থাকেন এই আর্জেন্টাইন গোলকিপার। এবার অশালীন আচরণ ও ফেয়ার প্লের নিয়ম ভঙ্গ করায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আগামী ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার শৃঙ্খলাবিষয়ক কমিটি।
আলাদা ২টি ঘটনার জন্য শাস্তির মুখোমুখে হতে হলো মার্টিনেজকে। যার প্রথমটি ছিল সেপ্টেম্বরের ৫ তারিখ চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের খেলা শেষে কোপা আমেরিকা রেপ্লিকা ট্রফি পেয়ে অশালীন ভঙ্গিতে উদযাপন করে ছিলেন তিনি। একই ভাবে ২০২২ বিশ্বকাপ জয়ের পরও গোল্ডেন গ্লাভস পেয়ে এমন উদযাপন করে ছিলেন তিনি। তবে চিলির বিপক্ষে খেলা চলাকালীন ফিফার নির্দিষ্ট করা কোড অব কন্ডাক্ট ভেঙ্গেছেন তিনি। পরবর্তীতে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ২-১ গোল ব্যবধানে হারের পর ক্যামেরায় ধাক্কা মারায় আবার নিয়ম ভঙ্গ করেন তিনি। ওই ঘটনার পর ক্যামেরাম্যান জন জ্যাকসন মিডিয়াকে বলেন, “আমি মার্টিনেজের কাছি লাঞ্ছিত হয়েছি।”
এর বিপরীতে মার্টিনেজের নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিবৃতি দিয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ)। ফিফার শাস্তি প্রদানের আগে খেলোয়াড় ও অ্যাসোসিয়েশন নিজেদের পক্ষে যুক্তি দেখিয়োছিল। শেষ পর্যন্ত শাস্তির ঘোষণা আসলে বিষয়টি সহজভাবে নিতে পারেননি আর্জেন্টাইন ফেডারেশন। এএফএ তাদের বিবৃতিতে জানায়, “এটি উল্লেখ করা উচিত যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার শৃঙ্খলা কমিটির নেওয়া সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি ভিন্নমত প্রকাশ করে।”
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল, মোবাঃ +8801712-256830, ই-মেইল : mahmudulfiroz6830@gmail.com, অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম