আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে (কালিঞ্চী) জামায়াতে ইসলামীর কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪ টায় সকলের উপস্থিতিতে কালিঞ্চী পশ্চিমপাড়া জামে মসজিদ ৬ নং রমজাননগর ইউনিয়নের সহকারী সেক্রেটারী হাফেজ মাওঃ শাহীদুজ্জামান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি নায়েবে আমীর মাওলানা আব্দুল মান্নান। বিশেষ অতিথি ইউনিয়ন সেক্রেটারী মোঃ আবুল কাশেম, সহকারী সেক্রেটারী মাওলানা মুহিত মুন্না।এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২০২৫-২০২৬ সেশনের জন্য সভাপতি মোঃ আনারুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আঃ হামিদ মহাজন, সেক্রেটারী মোঃ জাবের ঢালী, সহ-সেক্রেটারী মোঃ হারুন মালী, বায়তুল মাল সম্পাদক মোঃ ফজলুল হক মহাজন, অফিস সম্পাদক মাওঃ আলমগীর হায়দার, প্রচার সম্পাদক মোঃ মাহমুদ আলী, প্রকাশনা সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক মোঃ ওমর ফারুক,মোঃ মেহেদী হাসান শান্ত , মোঃ আঃ রাজ্জাক মহাজন, মোঃ জহিরুল আলম, মাওঃ আলমগীর হায়দার, ১৩ সদস্য বিশিষ্ট ওয়ার্ড জামায়াতের কমিটি গঠন করা হয়।