শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের
১০নং আটুলিয়া ইউনিয়ন শ্রমিক দলের নব গঠিত কমিটির বিরুদ্ধে বিস্তর অভিযোগ পাওয়া গেছে।
সূত্রে প্রকাশ, আটুলিয়া ইউনিয়ন শ্রমিক দল বা বিএনপির অন্যান্য সংগঠনের কোন নেতৃবৃন্দের অজান্তে কমিটি গঠন করা হয়েছে। পূর্ববর্তী কমিটির মেয়াদ এখনো বলবৎ আছে। কমিটি ভাঙ্গা বা স্থগিত করণের কোন নোটিশ দেওয়া হয়নি। ইউনিয়ন শ্রমিক দলের পূর্ব কমিটির সভাপতি গোলাম হোসেন এর নেতৃত্বে ১০নং আটুলিয়া ইউনিয়ন শ্রমিক দল একটি সু-সংগঠিত সংগঠন শ্রমিকদল। নতুন কমিটির সাধারন সম্পাদক আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে আওয়ামী-যুবলীগের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। এমপি জগলুল হায়দারের সাথে তার একাধিক ছবি আছে। বিগত সময়ে সে ছাত্র দলের সদস্য আলাউদ্দীন কে যুবলীগের আহ্বায়ক কবীর হোসেনের নির্দেশে একদল সন্ত্রাসী নিয়ে তুলে আনে এবং অমানুষিক নির্যাতন করে। আওয়ামী মদদপুষ্ট বুলবুল কে সাধারন সম্পাদক করায় ঐ কমিটি থেকে ইতিমধ্যে ২১জন সদস্য পদত্যাগ করেছে। ৩জন বিভিন্ন ভাটায় কর্মরত থাকায় পদত্যাগ করতে পারে নাই। পদত্যাগ পত্র গুলে উপজেলা সভাপতি/সাধারন সম্পাদক বরাবর প্রেরণ করা হয়েছে । যার অনুলিপি বিভাগ, জেলা ও কেন্দ্রে প্রদান করা হয়েছে। গত ০৫/১২/২০২৪ তারিখ যেনতেন ভাবে ৪/৫ জন সদস্যের উপস্থিতিতে ঐ কমিটির একটি পরিচিতি সভা করা হয়। যেখানে অতিথি হিসাবে কয়েকজন বিতর্কিত ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। যারা নেপথ্যে থেকে এহেন বিতর্কিত জন বিচ্ছিন্ন কাওকে না জানিয়ে পকেট কমিটি তৈরীতে মেকানিজম করেছে। বর্তমান সময়ে যখন শ্রমিক দলের প্রত্যেক নেতাকর্মী দারুনভাবে উজ্জীবিত,আটুলিয়ান ৯টি ওয়ার্ড কমিটি গঠনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে পূর্ববর্তী সভাপতি গোলাম হোসেন। নেতাকর্মীরা মারাত্মকভাবে ক্ষুব্দ ও হতাশাগ্রন্থ হয়েছে। অনতি বিলম্বে নব গঠিত কমিটি বাতিল করে পূর্ণাঙ্গ সম্মেলনের মাধ্যমে ১০নং আটুলিয়া ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠনের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।