শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিযনের কুলতলী গ্রামে বেসরকারী গবেষণা প্রতিষ্টান বারসিক’র সহায়তায় বীজ সংরক্ষণ ও পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। প্রবীন কৃষক শান্তি রঞ্জন সরদারের সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডলের সঞ্চালনায় প্রশিক্ষক হিসাবে তথ্য সহায়তা করেন হায়বাতপুর সেবা কৃষক সংগঠনের সভাপতি শেখ সিরাজুল ইসলাম।উক্ত প্রশিক্ষণে কুলতলী গ্রামের ৩০ জন কৃষক-কৃষাণী হাতে কলমে প্রশিক্ষণ গ্রহন করেন।
প্রশিক্ষক শেখ সিরাজুল ইসলাম বলেন, কৃষককেই ফসল উৎপাদন করবে এবং বীজ সংরক্ষণ করবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান সময়ে আমাদের কৃষকরা বাজার নির্ভরশীল হয়ে পড়েছে। এখান থেকে আমাদের বের হতে হবে। ভালো বীজ ও ভালো জাত সম্পর্কে ধারনা নিতে হবে। মানসম্মত বীজই আমাদের সম্পদ।বীজ যদি সঠিক ভাবে সংরক্ষণ করা যায় তাহলে ভালো ফলন পাওযা যায়। তাই বীজ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিৎ।সেক্ষেত্রে গাছের ভালো ফলটি নির্বাচন করতে হবে। এবং সেটি গাছে ভালো ভাবে পাকিয়ে ভালো করে রোদ দিতে হবে।
তিনি আরো বলেন যে, বীজ উজ্জল, সুন্দর, সতেজ, পুষ্ট এবং বড় দানা সম্পন্ন বীজ হতে হবে। বীজের মধ্যে অন্য জাতের মিশ্রণ আছে কিনা খেয়াল রাখতে হবে। যে বীজই হোক না কেন বীজ ফল ভালোভাবে পাকার পরে তা সংগ্রহ করতে হবে। এছাড়াও সব রকমের ফসল চাষে জৈব সার ও জৈব বালাইনাশক এর ব্যবহার বাড়াতে হবে।
প্রশিক্ষণ গ্রহনকারী কৃষকরা জানান যে, আমরা কম বেশি বীজ সংরক্ষণ রাখি। আজ এই প্রশিক্ষণের মাধ্যমে বীজের আদ্রতা ও গুনাবলী সম্পর্কে জানতে পারলাম। গ্রাম পর্যায়ে এরকম প্রশিক্ষণ কৃষকরে জন্য খুবি গুরুত্বপূর্ণ।