প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ১০:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৫, ১০:৫১ এ.এম
শ্যামনগরের নিখোঁজ প্রবাসী জেসমিন নাহারের সন্ধান চায় পরিবার!

ইকে ০৭০৩৯৮৮) সৌদি আরবে যাওয়ার জন্য
এজেন্সি লেবার এশিয়া লিঃ(আরএল-১৭৩০) এর মাধ্যমে ম্যান পাওয়ার সম্পন্ন করেছিল। সৌদি আরবে যাওয়ার পর থেকে প্রায় গত ১ বছর যাবৎ তার স্ত্রীর সাথে বাড়ির কোন যোগাযোগ নেই। এমনকি কোন আত্মীয় স্বজনের সাথে কোন যোগাযোগ নেই। তিনি জীবিত বা মারা যাওয়ার কোন খোঁজ মিলছে না। এই বিষয়ে এজেন্সির লেবার এশিয়া লিঃ (আরএল-১৭৩০) এজেন্সির সাথে যোগাযোগ করলে তারা কোন পাত্তা না দেয়ার অভিযোগ উঠেছে । এমনকি এজেন্সি কর্তৃপক্ষ জাহাঙ্গীর মোল্যার কাছে তার স্ত্রীর ছবি দিয়ে এক লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠেছে ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব মো: শাহ আলম স্বাক্ষরিত স্মারক নং: ৪৯. ০০. ০০০০. ০২৪. ০০. ০৩০. ১৮ (অংশ-০২), ৪৭৭ এর আলোকে সৌদি প্রবাসী জেসমিন নাহার কে দেশে ফেরত আনা সংক্রান্ত একটি পত্র জারি করা হয়। সৌদি প্রবাসী জেসমিন নাহার কে দেশে ফেরত আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছিল-মিনিস্টার (শ্রম), বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা, সৌদি আরব ও কাউন্সিলর (শ্রম), বাংলাদেশ দূতাবাস, রিয়াদ, সৌদি আরব। বিগত ১২ আগষ্ট ২০২৪ তারিখে পরিপত্র টির কার্যক্রম আদৌও পরিলক্ষিত হয়নি। কিডনি রোগী জাহাঙ্গীর মোল্যা(৪২) তার প্রবাসী স্ত্রী কে ফেরৎ পেতে পূনরায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করেছে। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানান, এ বিষয়টি যথাযথ উর্দ্ধোধন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হবে।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল,
মোবাঃ +8801712-256830,
বার্তা সম্পাদক: ডি এম আব্দুল্লাহ আল মামুন,
মোবাইল: +8801727-965832
ই-মেইল :mahmudulfiroz6830@gmail.com,
অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম