নিজস্ব প্রতিনিধিঃ
আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস ২০২৪ পালন করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অগ্নি নির্বাপণ মহড়া ও র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশন (ভূমি) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকতা শাহিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা তুষার মজুমদার, শিক্ষা কর্মকর্তা মিনা হাবিবুর রহমান, শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ফায়ার সার্ভিসের স্টেশন অভিসার আকবার হোসেন প্রমুখ।
এছাড়া এনজিও প্রতিনিধি, বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল, মোবাঃ +8801712-256830, ই-মেইল : mahmudulfiroz6830@gmail.com, অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম