শ্যামনগর প্রতিনিধি:
শ্যামনগরে ইউনিক ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ডিসেম্বর) বিকাল ৪ টায় পূর্ব বিড়ালাক্ষী পল্টনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি মোজাফফর হোসাইন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জি,এম সাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং আটুলিয়া ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত আমীর মাওলানা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জনাব আলী সভাপতি বায়তুন নুর জামে মসজিদ, আলহাজ্ব শাহজাহান কবির, সেক্রেটারি বায়তুন নুর জামে মসজিদ।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন আলহাজ্ব সৈয়দ কামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য, জি, এম হাবিবুল্লাহ, যুগ্ম আহবায়ক শ্যামনগর উপজেলা যুবদল। ইজ্ঞিনিয়ার আব্দুর রব বাপ্পি, সাবেক সহ-সভাপতি সাতক্ষীরা জেলা ছাত্রদল, রায়হান কবির আটুলিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দল, এবং ইউনিক ফাউন্ডেশনের সিনিয়র এবং জুনিয়র সদস্য বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহবুবুর রহমান বলেন এই ফাউন্ডেশন হওয়া উচিত একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য। দ্বীনের কাজকে সবসময় প্রাধান্য দিয়ে ফাউন্ডেশনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এবং বিশেষ অতিথি সহ এলাকার সিনিয়র ব্যক্তিবর্গ ফাউন্ডেশনকে আরো এগিয়ে নেওয়ার জন্য সুপরামর্শ ও দিক নির্দেশনা মূলক কথা বলেন। দোয়া মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।