শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে এইচপিভি টিকা সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এইচপিভি টিকা সম্পর্কিত অবহিতকরণ সভায় আরও জানানো হয় শ্যামনগরের ১৪ হাজার ২৭৬ কিশোরী টিকা গ্রহনের উপযোগী। গত তিন সপ্তাহে যার মধ্যে ১৩ হাজার ৩৩৪ জন টিকা গ্রহন করেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমানের সভপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন জানান, মুল্যবান এইচপিভি টিকা সরকারি উদ্যোগে সম্পূর্ন ফ্রি দেয়া হচ্ছে। ধর্মীয় কুসংস্কারের কারনে মুষ্টিমেয় মানুষ অতি গুরুত্বপুর্ন এ টিকা গ্রহনে অনীহা প্রকাশ করলেও অসংখ্য মাদ্রাসা ও বিদ্যালয়ে শতভাগ সাড়া মিলেছে। নিজের ও পরিবারের স্বার্থে ৯-১৪ বছর বয়সী কিশোরীদের নির্দিষ্ট সময়ের মধ্যে মরণঘাতি এ রোগের টিকা নেয়ার জন্য উদ্বুব্ধ করতে তিনি সকলকে অনুরাধ করেন। জরায়ুমুখ ক্যান্সারের টিকা গ্রহনে শ্যামনগরে অদ্যাবধি কারও কোন সমস্যা হয়নি। রেজিষ্ট্রেশনকৃত মধ্যে শতকরা ৯৩ ভাগ কিশোরী ইতিমধ্যে টিকা গ্রহন করেছেন। সকলের সহযোগীতা মিললে শেষ সপ্তাহে টিকা গ্রহনকারীর সংখ্যা শতভাগের কাছাকাছি পৌছে যাবে। এ তথ্যগুলো নিশ্চিত করেছেন ডব্লিউএইচও প্রতিনিধি ও সাতক্ষীরা জেলা সার্ভিলেন্স এন্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা.রাশেদ উদ্দীন মৃধা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি ছামিউল ইমাম আযম মনির, সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, এনজিও সম্বয়কারী গ্জী আল ইমরান সহ সাংবাদিক, শিক্ষক, ইমাম প্রমুখ।