শাহানুর আলম, উপকূল প্রতিনিধিঃ
শ্যামনগরের কৈখালী ইউনিয়নের জয়াখালী দক্ষিণ পাড়ায় স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল আমন ধান বিনা-১৭ এর ফসল কর্তন ও মাঠ দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) জয়াখালী দক্ষিণ পাড়া এলাকায় আমন ধান বিনা-১৭ এর ফসল কর্তন এবং মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভাপতি জনাব মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ নাজমুল হুদা, বিশেষ অতিথি ছিলেন কৈখালী স্টেশন বনকর্মকর্তা জনাব সুলজ কুমার দ্বীপ।
সভাপতির বক্তব্যে মাহমুদা বেগম বলেন, সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটি ও ইউএসএআইডি ইকোসিস্টেমস/প্রতিবেশ অ্যাক্টিভিটি এর সহযোগিতায় আমরা শ্যামনগর উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে কৃষকদের জন্য আমন ধান বিনা-১৭ চাষাবাদের ব্যবস্থা করি। আমন ধান বিনা-১৭ একটি উচ্চ ফলনশীল জাত। এই ধান চাষাবাদের ফলে কৃষকরা সহজেই ধানের উৎপাদন বৃদ্ধি করতে পারবেন এবং কৃষির উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা বলেন, আমন মৌসুমে বিনা-১৭ একটি স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল ধান। এই ধানের জীবন কাল ১১০ থেকে ১২০ দিন। যাতে কৃষকরা সহজে তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে পারবে এরং উক্ত জমিতে একাধিক ফসল চাষাবাদ করতে পারবে। এই এলাকায় একটি মাত্র ফসল তা হলো আমন ধান। এই ধান চাষাবাদের পর পুরো জমি পতিত থাকে। যদি কৃষকরা এই স্বল্পমেয়াদী ধান চাষ করে তাহলে এই ধান কর্তনের পর এই জমিতে গম, সরিষা ও বিভিন্ন সবজী চাষাবাদ করতে পারবে। যার ফলে কৃষকরা অধিক মুনাফা অর্জন করতে পারবে এবং জমির লবনাক্ততা কমে আসবে। কৃষি কর্মকর্তা আরও বলেন স্বল্প মেয়াদি ধানের এ জাতটি এ এলাকায় সম্প্রসারণ করা হবে ফলে শস্য নিবিরতা ও ক্রপিং প্যাটার্ন এর ইতিবাচক পরিবর্তন হবে। এই ধরণের কার্যক্রম বাস্তবায়ন করার জন্য শ্যামনগর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ইউএসএআইডি ইকোসিস্টেমস/প্রতিবেশ অ্যাক্টিভিটিকে ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় সাংবাদিকবৃন্দ, ইউএসএআইডি ইকোসিস্টেমস, প্রতিবেশ অ্যাক্টিভিটি এর কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ।
উপস্থিত সকলে এমন অনুষ্ঠান আয়োজনের জন্য উদ্যোগতাদের প্রশংসা করেন এবং আগামীতে আরোও ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেন।