প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৮:৪৩ এ.এম
শ্যামনগরে ক্যারিয়ার ক্যাম্প জব কোচিং-এ চাকরি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
শ্যামনগর উপজেলা প্রতিনিধি:
শ্যামনগরে ক্যারিয়ার ক্যাম্প জব কোচিং-এর উদ্যোগে শনিবার (২১শে ডিসেম্বর) সকাল ১০টায় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কোচিং থেকে বিভিন্ন চাকরিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল স্টিক দিয়ে সংবর্ধিত করা হয়।
কোচিং এর সহকারী পরিচালক প্রভাষক রাফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোচিং-এর সাবেক কৃতি শিক্ষার্থী ও ডাঃ আফিল উদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক শাহরিয়া সুলতানা, প্রাইমারি স্কুল শিক্ষক আসমা পারভীন, মাধ্যমিক স্কুল শিক্ষক আমিনুর রহমান এবং মাদ্রাসা শিক্ষক হুসাইন বিন আফতাব। এছাড়াও কৃতি শিক্ষার্থী আলমগীর হোসেন ও বিশ্বজিৎ মন্ডল উপস্থিত ছিলেন।
কোচিংয়ের ইংরেজি শিক্ষক শরিফুল ইসলাম, গণিত শিক্ষক জাবের আব্দুল্লাহ এবং কোচিং পরিচালক তরিকুল ইসলাম অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা প্রদান করেন।
অনুষ্ঠানে চাকরি প্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের মিষ্টি মুখ করিয়ে উৎসবের আমেজে শেষ করা হয়। কোচিং কর্তৃপক্ষ এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করার পাশাপাশি তাদের আগামী দিনের পথচলায় শুভ কামনা জানিয়েছেন।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল, মোবাঃ +8801712-256830, ই-মেইল : mahmudulfiroz6830@gmail.com, অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম