নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরার শ্যামনগরে গ্রাম ডাক্তার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার গ্রাম ডাক্তার কল্যাণ বহুমূখী সমবায় সমিতির আয়োজনে শ্যামনগর মুুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সভাপতি গ্রাম ডাঃ জনাব মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং গ্রাম ডাঃ জনাব মোঃ আবু কাওছারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন গ্রাম ডাঃ কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লিঃ ও গ্রাম ডাঃ কল্যাণ সমিতি লিঃ এর সভাপতি গ্রাম ডাঃ জনাব মোঃ আকবার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন শ্যামনগর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারি পরিদর্শক জনাব মোঃ আতাউর রহমান।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারি পরিদর্শক জনাব কাজল রায় চৌধুরী।
এসময় আরোও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সেক্রেটারি মো: মোস্তফা কামাল, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের পক্ষে আব্দুস সালাম, সাংবাদিক কামরুল ইসলাম সহ শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত গ্রাম ডাক্তারবৃন্দ।