নিজস্ব প্রতিবেদকঃ
শুক্রবার সন্ধ্যায় শ্যামনগরে চাঁদাবাজি করতে গিয়ে মিজান ফকির (২৮) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়েছে। এ সময় মিজানের সাথে থাকা দুই তরুণ দৌড়ে পালিয়ে যায়।
চন্ডিপুর গ্রামের রফি ফকিরের ছেলে মিজান ৩০ আগস্ট গ্রামীন হোটেলের সামনে এ ঘটনা ঘটায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই সহযোগীকে নিয়ে সন্ধ্যা ৭টার দিকে মাইক্রো স্ট্যান্ড সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে চাঁদা নিতে যায় মিজান ফকির। এ সময় সেখানকার ব্যবসায়ীরা সংঘবদ্ধভাবে তাদের ধাওয়া করলে দুই সহযোগী পালিয়ে গেলেও গণপিটুনির শিকার হয় মিজান।
স্থানীয়রা জানান, পেশায় প্রাইভেট চালক মিজান এলাকার চিহ্নিত মাদকসেবী। গত দুই বছরেরও বেশি সময় ধরে মিজান তার দলবল নিয়ে স্ট্যান্ড সংলগ্ন ব্যবসা কেন্দ্রগুলোতে নানা অজুহাতে চাঁদা আদায় করত।
এছাড়া ব্যক্তিগত গাড়ি চালানোর সুযোগ নিয়ে কুলিয়া ও আলিপুরের একাধিক মাদক ব্যবসায়ীর সাথে মিলে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন সে।
এ বিষয়ে জানতে চাইলে মিজান মাদক ব্যবসাসহ মাদক সেবনের বিষয়টি অস্বীকার করে। কোনো কারণ ছাড়াই তার সাথে দুর্ব্যবহার করা হয়েছে বলে দাবি তার।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল,
মোবাঃ +8801712-256830,
বার্তা সম্পাদক: ডি এম আব্দুল্লাহ আল মামুন,
মোবাইল: +8801727-965832
ই-মেইল :mahmudulfiroz6830@gmail.com,
অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম