মাহমুদুল ফিরোজ বাবুলঃ
আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর পুত্র শামীম সাঈদী বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার মাধ্যমে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছে। আমাদের সকলে মিলে এই স্বাধীনতা কে রক্ষা করতে হবে।
শনিবার ১৪ই সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের যুব সমাবেশে শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, একটা কথা মনে রাখবেন এদেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই আমরা বাংলাদেশী। সকল ভেদাভেদ ভুলে এ দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের দ্বারা কোন মানুষের যেন ক্ষতি না হয়। এবং আমরা কোন দাঙ্গার সাথে যুক্ত হবো না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি সাঈদ হাসান বুলবুল ও মহসিন আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের শূরা সদস্য গাজী নজুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, উপজেলা জামায়াতে ইসলামের অন্যতম সদস্য সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ছাত্রশিবির উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, ছাত্র শিবির পশ্চিম শাখার ছাত্রনেতা আব্দুস সামাদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও যুব বিভাগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিহঙ্গ, আলোর পরশ, প্রগতি শিল্পীদের সমন্বয় গঠিত সমন্বিত সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ বিশেষ সংগীত পরিবেশন করেন।
এরআগে বৃষ্টিস্নাত সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে জনতার ঢল নামতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে ঈদগাহ মাঠ ছাপিয়ে দুপাশের রাস্তায় অবস্থান নেয় মানুষ। বিভিন্ন ভবনের ছাঁদে, স্কুল ভবনেও মানুষকে অবস্থান নিতে দেখা যায়। প্রবল বৃষ্টির মধ্যেও ঈদগাহ ময়দান ছেড়ে যায়নি সমাবেশে আসা মানুষ।
শেষে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর মেঝ পুত্র শামীম সাঈদী।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল, মোবাঃ +8801712-256830, ই-মেইল : mahmudulfiroz6830@gmail.com, অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম