আব্দুস সালাম:
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা “যুব বিভাগের” কমিটি গঠন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা জামায়াতের অফিসে যুব বিভাগের ২০২৫-২৬ সেশনের জন্য উপজেলা ও ইউনিয়নের পুর্ণাঙ্গ কমিটি গঠন হয়।
সম্মেলনে যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম।
শ্যামনগর উপজেলা যুব বিভাগের ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি পদে সর্ব সম্মতিক্রমে সাঈদী হাসান বুলবুল কে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়। এবং সেক্রেটারি পদে মুহিত মুন্না কে নির্বাচিত করা হয়।
এছাড়া সহ সভাপতি পদে ডাঃ শেখ ইমাম হাসানকে, সহকারী সেক্রেটারী পদে মোঃ আশিকুর রহমান কে, প্রচার ও মিডিয়া সম্পাদক পদে মোমিনুর রহমানকে, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মোঃ রমিজুল ইসলামকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পদে সিরাজুল ইসলামকে, অফিস সম্পাদক পদে আবু মুসাকে, ক্রিড়া সম্পাদক পদে সাইফুল ইসলামকে মনোনীত করা হয়।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল,
মোবাঃ +8801712-256830,
বার্তা সম্পাদক: ডি এম আব্দুল্লাহ আল মামুন,
মোবাইল: +8801727-965832
ই-মেইল :mahmudulfiroz6830@gmail.com,
অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম