নিজস্ব প্রতিবেদকঃ
"শহীদদের রক্তের হিসাব না নেয়া পর্যন্ত, শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত দেশে কোন নির্বাচন হবে না, হতে দেয়া হবে না"। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির শ্যামনগর উপজেলা রাইজিংয়ের উদ্যোগে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় নকিপুর সরকারি হরিচরন পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মেজবাহ কামাল মুন্না।
তিনি আরোও বলেন, যারা দেশ এবং মায়ের জন্য শহীদ হয়েছেন তারা ভাগ্যবান, ৫০ বছরের ফ্যাসিজম ব্যাবস্থার বিলোপ ঘটাতে জাতীয় নাগরিক কমিটির উত্থান হয়েছে। দেশে ৭২ এর সংবিধানের বিলোপ ঘটাতে হবে এবং নতুন সংবিধান তৈরি করতে হবে।
মেজবাহ কামাল মুন্না আরোও বলেন, কোন সরকারি কর্মচারীকে স্যার ডাকবেন না, আমাদের ভ্যাট ট্যাক্স এর টাকায় বেতন পেয়ে আমাদের উপর ছড়ি ঘোরাতে দেয়া হবে না। এখন থেকে আমাদের শ্লোগান হবে "ইনকিলাব জিন্দাবাদ মুজিববাদ মুর্দাবাদ"।
ছাত্র সমন্বয়ক মাসুম বিল্লাহর সঞ্চালনায় ও সাবেক প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবু কাউছার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী ডা: মাহমুদুল হাসান, কেন্দীয় কমিটির সদস্য ডা: মনিরুজ্জামান মনির।
এসময় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি শামিউল মনির, অনলাইন নিউজ ক্লানের সভাপতি মাহমুদুল ফিরোজ বাবুল, জুলাই বিপ্লবের যোদ্ধা সাইফুল ইসলাম, গাজী আশরাফ, ফজলুর রহমান, আরাফাত হোসেন প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে অর্থ সহ তেলাওয়াত করেন হা-মীম নজীবুল্লাহ। ইসলামি সংঙ্গীত পরিবেশন করেন সবুজ হোসেন। অতিথিদের বক্তব্যের পর আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রশ্নের জবাব দেন কেন্দীয় সমন্বয়ক মেজবাহ কামাল মুন্না।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল,
মোবাঃ +8801712-256830,
বার্তা সম্পাদক: ডি এম আব্দুল্লাহ আল মামুন,
মোবাইল: +8801727-965832
ই-মেইল :mahmudulfiroz6830@gmail.com,
অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম