শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: রনী খাতুনের সঙ্গে মতবিনিময় সভা এবং ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমিতির শ্যামনগর উপজেলা সভাপতি হাফেজ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম, আবু কাওসার, আনিসুর রহমান, আব্দুর রশিদ, নুরুল আমিন, বদরুদ্দোজা, এবং আরও অনেকে।
সভায় সমিতির সভাপতি হাফেজ শহিদুল ইসলাম বলেন, “আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, আমরা তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। কোনো কেমিস্ট ও ড্রাগিস্ট যাতে অবহেলিত না হয়, আমরা সেদিকে সর্বদা লক্ষ্য রাখব।”
তিনি আরও বলেন, সমিতির পক্ষ থেকে সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যা স্বাস্থ্যসেবার মান উন্নত করবে।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিসিডিএস সাতক্ষীরা জেলা শাখার কার্যকরী কমিটির সভায় শ্যামনগর থানার ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির মেয়াদ ১৫ সেপ্টেম্বর ২০২৪ থেকে ১৫ আগস্ট ২০২৫ পর্যন্ত নির্ধারিত হয়েছে।