নিজস্ব প্রতিনিধিঃ
আমার কাছ থেকে আপনারা উন্নয়ন মূলক কাজ আদায় করে নিবেন। সাংবাদিকরা হচ্ছে আমাদের চোখ। আপনাদের সহোযোগীতা নিয়ে সাতক্ষীরার ৭ টা উপজেলার মধ্যে শ্যামনগর উপজেলাকে আমি মডেল উপজেলা করতে চাই। আমার পরিকল্পনা শ্যানগরের ২১৬টি গ্রাম ভিজিট করবো।
শ্যামনগর উপজেলার নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, আপনারা তথ্য ভিত্তিক বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, যাতে শ্যামনগর উপজেলার সমস্যা গুলো সমাধান করতে আমাদের সুুুবিধা হয়।আপনাদের কারো সাংবাদ পরিবেশনে আমরা যেন ডিমোটিভেটেড না হয়ে যাই সেই দিকটা একটু খেয়াল রাখবেন।
বুধবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি শামিউল আজম মনির, সিনিয়র সাংবাদিক স্যাইদুর রহমান, সাংবাদিক আফজালুর রহমান, সুন্দরবন প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ওসমান গনি সোহাগ, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ মাহমুদুল ফিরোজ (বাবুল), রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী ইমরান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
সাংবাদিক প্রতিনিধিরা বলেন, শ্যামনগর পৌরসভার প্রান আদী যমুনা খাল কিছুদিন আগে খনন করা হয়েছে কিন্তু এখন দেখে বোঝার উপায় নেই খালটি খনন করা হয়েছে নাকি ভরাট করা হয়েছে। প্রসাশনের উদ্দ্যোগে খালের নেট পাটা বার বার উঠিয়ে দেয়া হলেও অসাধু কিছু লোক আবার নেট পাটা বসিয়ে দেয় যা পানি প্রবাহের প্রতিবন্ধকতা তেরি করে ধান কাঁটা সহ বিভিন্ন কাজের বিঘ্ন ঘটায়, এগুলোর স্থায়ী সমাধান দরকার। সুপেয় পানির সুব্যবস্থা, রাস্তাঘাট সংষ্কার, মাদক নির্মূল, জলবায়ুর কুপ্রভাব প্রতিরোধ, পূনরায় সুন্দবনের জলদস্যুর উপদ্রপ, জম্ন নিবন্ধনের অনিয়ম, নারী বান্ধব সাইক্লোন সেন্টারের দাবি সহ নানা বিষয়ে কথা বলেন সাংবাদিকরা।
এসময় আরোও বক্তব্য প্রদান করেন, মৎস কর্মকর্তা তুষার মজুমদার, প্রকৌশলী জাকির হোসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তফা কামাল, রণজিৎ কুমার বর্মন, সিরাজুল ইসলাম, মারুফ হোসেন মিলন, আশিকুর রহমান, আলফাত হোসেন, আলামিন হোসেন, হুদা মালী, মাহাফুজুর রহমান, এটিএম রফিকুল ইসলাম, নীপা চক্রবতী সহ আরোও অনেকে।
এর আগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি ঝিনাইদহ শহরে জম্ন গ্রহন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স শেষ করেন। তিনি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদানের পূর্বে মেহেরপুর জেলাপ্রসাকের কার্যালয়ে কর্মরত ছিলেন।