শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগরের জেলেখালীতে পানিতে ডুবে রহিমা নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালী এলাকার রবিউল ইসলামের মেয়ে শিশু রহিমার সাথে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে রহিমা খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার অচেতন দেহ উদ্ধার করে স্বজনরা। পরে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহিমাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল,
মোবাঃ +8801712-256830,
বার্তা সম্পাদক: ডি এম আব্দুল্লাহ আল মামুন,
মোবাইল: +8801727-965832
ই-মেইল :mahmudulfiroz6830@gmail.com,
অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম