শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে পুত্রের বিরুদ্ধে পিতাকে ধরে পেটানোর অভিযোগ উঠেছে। শনিবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় শ্যামনগর পৌরসভার দাদপুর গ্রামের রেজাউল শেখ (৩০) তার জন্মদাতা পিতা নেসার শেখ (৫৬) কে মারধর করেছে বলে জানা যায়।
রেজাউলের পিতা নেসার শেখ শ্যামনগর প্রেস ক্লাবে এসে অভিযোগ করে বলেন, আমার স্ত্রী রিজিয়া বেগম (৪৭) প্রতিবন্ধী হওয়ায় তার নামে গণমুখী ফাউন্ডেশন থেকে ২০ হাজার টাকার ঋণ পাশ করিয়েছিলাম কিন্তু আমার স্ত্রী ভালো চলাফেরা করতে না পারায়, সেই টাকাটা উঠানোর জন্য আমি আমার ছেলের বউ আরিফা খাতুনকে বলি টাকা গুলো উঠিয়ে দেওয়ার জন্য। সব কাগজ পত্র ঠিক হয়ে যার পরে বৌমা টাকা গুলো উঠিয়ে না দিয়ে চলে যায়। তার একদিন পরে আমি বৌমাকে গিয়ে বকাবকি করি, তুমি উঠিয়ে দিতে চেয়ে এখন আর যেতে চাচ্ছো না কেন? তুমি আগে বলেদিতে পারতে আমি পারবো না। পরে ছেলের সাথে বৌমা কি বলেছে জানি না। শনিবার সন্ধ্যায় সাইকেল চালিয়ে এসে রাস্তার ওপর ফেলে ও দেয়ালের গায়ে চেপে ধরে কিল,ঘুষি, লাথি, চড় মারে। সে প্রায় সময় আমাকে সহ তার প্রতিবন্ধী মা ও ২ বোনকে ধরে ধরে মারে।
এ বিষয়ে জানতে রেজাউলের কাছে মোবাইলে যোগাযোগ করলে সে পরে কথা বলবে বলে কেটে দেয়।
শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা শেখ তায়জুল ইসলাম বলেন, আমরা কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্তা নেওয়া হবে।