মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্যামনগরে ভাই হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন নূরনগর ইউনিয়ন আমীরের শপথ মজলিশে শূরা নির্বাচন ও কর্ম পরিষদ গঠন জামায়াতে ইসলামীর রমজাননগর ইউনিয়ন আমিরের শপথ ও টিম গঠন শ্যামনগরে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ৫ আগষ্টে শ্যামনগর থানা থেকে লুট হওয়া পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে ক্যারিয়ার ক্যাম্প জব কোচিং-এ চাকরি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শনিবার মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন   সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সভা মাছের উৎপাদন বৃদ্বিতে সুন্দরবনে প্রকল্প হাতে নিয়েছে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর

শ্যামনগরে প্রতিবন্ধিতা উত্তরণ মেলার সমাপনী ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ

রিপোটার এর নামঃ ১৩ ভিউ
আপডেটঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৪:০২ অপরাহ্ন

 

বিশেষ প্রতিনিধি।।

২দিন ব্যাপী সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় ৩৩ তম আন্তর্জাতিক এবং ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উপলক্ষে আজ ৪ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে প্রতিবন্ধিতা উত্তরণ মেলার সমাপনী ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েন (ডিআরআরএ)এর পিএসিই প্রকল্পের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুশীল সমাজের সুধীবৃন্দ, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পিতা-মাতাদের উপস্থিতিতে প্রতিবন্ধিতা উত্তরণ মেলা সমাপনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরির বিভিন্ন পণ্যর ১৫ টি স্টল পরিদর্শন করেন ও তাদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। এ সময় তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আজ মেলায় তাদের সক্ষমতা প্রমাণ করেছে। সুতরাং যেকোন উন্নয়নমূলক কাজে প্রতিবন্ধী ব্যক্তির অংশগ্রহণ প্রয়োজন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ জাকির হোসেন, ডিআরআর এর টেকনিক্যাল কোঅর্ডিনেটর দেবেশ দাস, প্রকল্প সমন্বয়কারী জি এম নুরুন্নবী হাসান, প্রকল্প সুপারভাইজার শিরিন আক্তার প্রমুখ।
অতিথিরা পরবর্তীতে মেলা পরিদর্শন করেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি পণ্যগুলো দেখে সন্তোষ প্রকাশ করেন। এটা এক মিলনমেলা এবং অনুষ্ঠানে প্রায় ২৫০ প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের বাবা-মা অংশগ্রহণ করতে দেখা যায়। এই আয়োজনটি প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, অধিকার এবং সমাজে গ্রহণযোগ্যতা ত্বরান্বিত সহ তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


এই বিভাগের আরো খবর