শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের ভুরুলিয়ার বল্লভপুর যুব কমিটির উদ্যোগে ৮ দলীয় ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় অপু-নিপু যৌথ জুটি জয়ী এবং শাহিন-তন্ময় জুটি রানার্সআপ হয়। ২৮ (নভেম্বর)বৃহস্পতিবার দিনগত রাতে ভুরুলিয়ার কাছারীবাড়ী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মাঠে ৮টি দলই শত শত দর্শকের উপস্থিতিতে
প্রানবন্ত খেলা অনুষ্ঠিত হয়।খেলাটির শুভ উদ্বোধন করেন- প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সিদ্দিকুল ইসলাম (বকুল)। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা গগণ চন্দ্র মন্ডল, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ম্যাচ রেফারীর দায়িত্ব পালন করেন-মাষ্টার জাহিদ হোসেন ও বাবুল হোসেন। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন নিপু। খেলাটির স্পন্সর করেন- শ্যামনগরের প্রত্যয় কম্পিউটার এন্ড সেরেস্তা, রাহিমা ডিজিটাল ফটোকপি এন্ড স্টুডিও। ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা গগণ চন্দ্র মন্ডলের ২পুত্র অপু-নিপু জুটিটি ফাইনাল খেলায় দর্শকদের আনন্দে মাতিয়ে তোলেন।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল, মোবাঃ +8801712-256830, ই-মেইল : mahmudulfiroz6830@gmail.com, অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম