প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৪:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৪, ৫:৪৫ এ.এম
শ্যামনগরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামি শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও সাতক্ষীরা-শ্যামনগর সড়কের জন দুর্ভোগ লাঘবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় জামায়াত ইসলামির শ্যামনগর উপজেলা শাখার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় শ্যামনগর উপজেলা জামায়তের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
তিনি বলেন, ৫ আগষ্ট শেখ মুজিবারের হত্যাকান্ড না ঘটলে ৭ ই নভেম্বর বিপ্লব সংগঠিত হতো কিনা আমরা জানিনা। ১৯৭৫ সালে তিন মাসের ব্যাবধানে এক নায়কের উত্থান আর এক নায়কের পতন ঘটে। ৫ই আগষ্ট ২০২৪ ছিল ছাত্র জনতার বিপ্লব আর ১৯৭৫ সালেই ৭ ই নভেম্বর ছিলো সৈনিক জনতার বিপ্লব। আর এই বিপ্লব সংগঠিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
এর পর এক মানববন্ধনে তিনি বলেন, সাতক্ষীরা থেকে শ্যামনগরের এই মহা সড়কটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। সরকার লক্ষ কোটি টাকা ট্যাক্স গ্রহন করে তবুও রাস্তা সংষ্কারের পদক্ষেপ নেয়না। রাস্তাটি চার লেন করার জন্য দুই পাশের গাছ কাটা হচ্ছে। কিন্তু শুনলাম হাজার কোটি টাকার সাতক্ষীরা থেকে শ্যামনগরের এই রাস্তার মেগা প্রকল্পের টাকা সরিয়ে নেয়া হয়েছে। কেন এই মেগা প্রকল্পের টাকা অন্যত্র সরিয়ে নেয়া হলো সরকারকে এই প্রশ্ন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, অধ্যক্ষ অহিদুজ্জজামান, জামায়াত মেতা শহিদুল ইসলাম, শ্যামনগর উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান, শিবিরের সভাপতি রাশিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল,
মোবাঃ +8801712-256830,
বার্তা সম্পাদক: ডি এম আব্দুল্লাহ আল মামুন,
মোবাইল: +8801727-965832
ই-মেইল :mahmudulfiroz6830@gmail.com,
অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম