শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগরে উপজেলা বিএনপির আয়োজনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাস পূর্তিতে শহীদদের স্মরণে শহীদী মার্চ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ শহীদী মার্চ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপি নেতা এবং সাবেক ছাত্র নেতা জহুরুল হক আপ্পু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আজিবার রহমান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুস সবুর প্রমুখ।
এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: রফিকুল ইসলাম, ছাত্রদলের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে মার্চটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্ত আর শতশত প্রাণের বিনিময়ে বাংলাদেশে দীর্ঘ ১৬ বছরের স্বৈর শাসনের অবসান হয়েছে এবং নতুন বাংলাদেশ পেয়েছে এ জাতী।
সবশেষে শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল, মোবাঃ +8801712-256830, ই-মেইল : mahmudulfiroz6830@gmail.com, অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম